top of page

MahaManas loves you

Welcome

 

Welcome, and thank you for visiting

Words of MahaManas online. 

মহর্ষি মহামানস

এযুগের প্রজ্ঞাবান ঋষি— মহান শিক্ষাবিদ এবং মানবোন্নয়নে আত্ম-উৎসর্গীকৃত বহুদর্শী চিন্তাবিদ!

 

অতি সংক্ষিপ্ত জীবনালেক্ষ্য

 

মহামানস-এর জ্ঞানযোগী ভক্ত—শিষ্য—অনুগামীদের নিকট তিনি এ’কালের মহাপ্রজ্ঞ মানবপ্রেমিক মহর্ষি মহামানস। আর তাঁর ভক্তিযোগী ভক্ত—শিষ্য—অনুগামীদের নিকট তিনি মহা-শিবাবতার পরম প্রেমময় জগতবন্ধু— মহাআনন্দ-মহামানস।

 

তাঁর ভক্তগণ বলেন, অসাধারণ ক্ষমতা— শুভ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হওয়া সত্বেও, তিনি তা’ সযত্নে গোপন রাখেন। তাঁর অনেক ভক্তগণই তাঁকে স্মরণ করে, তাঁর শরণ নিয়েই বহু বিপদ-আপদ ও সমস্যা থেকে রক্ষা পেয়ে থাকেন।

আমরা জানি, তাঁর নির্দেশিত পথে— তাঁর দেওয়া পদ্ধতি অনুসরণ ক’রে চললে, আমাদের অভুতপূর্ব উন্নতি ঘটবে। জীবনটাই বদলে যাবে— সুখ-শান্তি-আনন্দ ও সুস্থতায়, জ্ঞান ও চেতনায় সমৃদ্ধশালী হয়ে উঠবে আমাদের জীবন। আমরা যারা তাঁর পথ অনুসরণ ক’রে— অনায়াসে তাঁর কিছুটা লাভ করতে পেরেছি, তারাই জানি এর সততা।

তাঁর কথা— “আমাকে খুঁজতে যেওনা, আমাকে দেখা ও পাওয়ার জন্যে শ্রম ও সময় ব্যয় না ক’রে, এমনকি আমার জীবনধারা অনুসরণ না ক’রে, আমার প্রদর্শিত মত—পথ—শিক্ষা অনুসরণ করো, তার মধ্য দিয়েই আমাকে খুঁজে পাবে।”

তাঁর প্রদর্শিত পথ— ‘মহা আত্মবিকাশ পথ’ (মহামনন) এবং তাঁর দর্শন ও মহা মতবাদ— ‘মহাবাদ’ সেইসব মুক্তমনা-যুক্তিবাদী মানুষের জন্য যাদের জ্ঞান পিপাসা— আত্মজিজ্ঞাসা প্রবল হয়ে উঠেছে। তবে তেমন মানুষের সংখ্যা আজ আর কম নয়। মানুষের বয়স হয়েছে— চেতনা বৃদ্ধি পাচ্ছে অত্যন্ত দ্রুত হারে।

একবিংশ শতাব্দি যে হবে মহা-আত্ম-বিকাশ এবং মহাবাদ-উক্ত প্রকৃত জ্ঞানযোগের কাল, সে বিষয়ে কোন সন্দেহ নেই। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে মহা-আত্ম-বিকাশ পথের পথিক হই।    

 

তিনি একালের একজন মহান মানব-হিতৈষী ঋষি-বিজ্ঞানী-দার্শনিক। সারাজীবন ধরে তিনি মানুষের প্রকৃত বিকাশ এবং জীবন ও মহাজীবনের পরমসত্য অন্বেষণ তথা উন্মোচনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। মানুষকে অজ্ঞান-অন্ধত্ব থেকে মুক্ত করতে— মানব মনের সঠিক বিকাশ ঘটাতে, তিনি সুদীর্ঘকালের অক্লান্ত প্রচেষ্টায় মানুষগড়ার এক অত্যুৎকৃষ্ট শিক্ষা পদ্ধতি আমাদের দিয়েছেন, যার নাম— ‘মহামনন’ আত্মবিকাশ যোগ শিক্ষাক্রম।

তিনি বহুমুখী সৃজন ক্ষমতা সম্পন্ন— বহুব্যপক অভিজ্ঞতা সম্পন্ন মনোবিদ ও শিক্ষাবিদ। একজন জ্ঞানপথের ও বিকাশপথের পথিক। পৃথিবীর মুক্ত-পাঠশালায় তিনি আজও অবিরাম শিক্ষা গ্রহন করে চলেছেন।

তিনি কোনো সাধু-সন্ত বা গুরু-বাবা নন। তিনি একজন দেবতা সদৃশ মানুষ। মহামানস একজন সত্যদ্রষ্টা দার্শনিক। তাঁর সারা জীবনের বড় অবদান হলো— ‘মহাবাদ’ নামে এক অসাধারণ গ্রন্থ। যুক্তিসম্মত আধ্যাত্মিক দর্শনসহ আধ্যাত্মিক মনোবিজ্ঞান এবং আত্ম-বিকাশ শিক্ষায় সমৃদ্ধ এই গ্রন্থ আমাদেরকে আমাদের প্রকৃত স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়।

বিভিন্ন শিল্প-কলা, সঙ্গীত-সাহিত্য, ধ্যান-যোগসহ আধুনিক প্রযুক্তিতেও তাঁর সমান আগ্রহ। তাঁর সম্পর্কে আরো জানতে, গুগল সার্চ-এর সাহায্য নিন।  

 

To know more, go through Google search= Sumeru Ray  / MahaManas 

 

BLOG LIST

About MahaManas

Subscribe for Updates

Congrats! You're subscribed.

We invite to join our mailing list and receive emails we send out with news, or special Mass schedules

bottom of page